• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশন গঠনে আইন চেয়ে রিট


আদালত প্রতিবেদক জানুয়ারি ১১, ২০১৭, ০১:১৩ পিএম
নির্বাচন কমিশন গঠনে আইন চেয়ে রিট

নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে এটি দায়ের করেন। মন্ত্রিপরিষদ সচিব,আইন সচিব ও বাংলাদেশের নির্বাচন কমিশনকে রিটে বিবাদী করা হয়েছে।

ইউনুছ আলী আকন্দ জানান, আগামী সপ্তাহে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

তিনি বলেন, সংবিধানের ১১৮ অনুচ্ছেদে আইন তৈরি সাপেক্ষে ইসি গঠনের বিধান রয়েছে। কিন্তু আজ পর্যন্ত আইন তৈরি করা হয়নি। আইন তৈরি ছাড়াই ইসি নিয়োগ করায় এতদিন যত ইসি গঠন করা হয়েছে সবগুলো অসাংবিধানিক ঘোষণারও দাবি জানানো হয়েছে এই রিটে।

ইউনুছ আলী আরো জানান, এর আগে ২০১৬ সালের ২১ নভেম্বর নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইন প্রণয়ন করার নির্দেশনা দিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। কিন্তু বেঁধে দেওয়া সময়ে নোটিসের জবাব না দেওয়াই এই রিট করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!