• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘নির্বাচন বানচালের শক্তি বিএনপির নেই’


সাভার প্রতিনিধি মার্চ ৪, ২০১৭, ০৩:২৮ পিএম
‘নির্বাচন বানচালের শক্তি বিএনপির নেই’

সাভার: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বলেছেন, নির্বাচনকে বানচাল করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই। তাই নির্বাচনে না গেলে বিএনপির অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে।

শনিবার (৪ মার্চ) সকালে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ কলেজের একাডেমিক ভবন উদ্বোধন ও স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘২০১৪-১৫ সালে বিএনপি নির্বাচন বানচাল করতে যে আগুন সন্ত্রাস চালিয়েছে ওই ধরনের সন্ত্রাসী অপকর্ম যেন তারা আবারো চালাতে না পারে সে জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে সর্তক থাকতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু নাসের বেগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজিসসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!