• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘নির্বাচনী কর্মকর্তাদের ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিতে হবে’


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১০, ২০১৭, ০৪:৪৪ পিএম
‘নির্বাচনী কর্মকর্তাদের ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিতে হবে’

ঢাকা: জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নিজ নিজ ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করানোর প্রস্তাব দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। 

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে ইসির সঙ্গে সংলাপে এ প্রস্তাব দেয় দলটি। এ ছাড়া দলটির পক্ষ থেকে নির্বাচনে ‘না ’ ভোট চালু, সেনাবাহিনী মোতায়েন করার দাবিসহ ১৩ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।

সংলাপ শেষে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের জানান, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ, ইউএনও, শিক্ষক, প্রিসাইডিং কর্মকর্তা- যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন, তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ স্পর্শ করে শপথ করতে হবে; যেন  তারা কোনো দলের পক্ষাবলম্বন না করেন।

এ ছাড়া নির্বাচনের এক মাস আগে থেকে মাঠপর্যায়ে সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব করেন তিনি।

সাবেক রাষ্ট্রপতি বলেন, দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে ভয় কম পেলেও সেনাবাহিনীকে এখনো সবাই ভয় পায়। সব দলের নির্বাচনী প্রচারণা যাতে সঠিকভাবে করতে পারে, তাই আগে থেকেই সেনা মোতায়েন করতে হবে। নির্বাচনের পরের ১৫ দিন পর্যন্ত সেনাবাহিনী মাঠপর্যায়ে রাখতে হবে। যাতে তারা নির্বাচন-পরবর্তী সহিংসতা ট্যাকল দিতে পারে।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!