• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নির্বাচনী মোর্চা গড়তে বিএনপির তোড়জোড়


বিশেষ প্রতিনিধি জুন ২৩, ২০১৮, ০৩:০৮ পিএম
নির্বাচনী মোর্চা গড়তে বিএনপির তোড়জোড়

ঢাকা : ভোট সামনে রেখে বৃহত্তর নির্বাচনী মোর্চা গড়তে সমমনা আরো অন্তত ১২টি দলের সঙ্গে কথা বলছে বিএনপি। তবে বৃহত্তর এ জোটের নেতৃত্বে কে থাকবে এ ইস্যুত চলছে আলোচনা। আবার জামায়াত নিয়েও আছে অনেকের আপত্তি।

প্রায় একযুগ ক্ষমতার বাইরে থাকা বিএনপির বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা দীর্ঘ দিনের খালেদা জিয়া কারাবন্দি হবার পর ২০ দলীয় জোটের বাইরে গণফোরাম, বিকল্পধারা, জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি, নাগরিক ঐক্য, কৃষক শ্রমিক জনতা লীগসহ বেশ কয়েকটি সমমনা দলের সাথে আলোচনাকে ইতিবাচক বলছে বিএনপি। তবে, জামায়াত ইস্যুসহ জোটের নেতৃত্বে কে থাকবে এ নিয়ে রয়েছে ভিন্নমত।

বিএনপি নেতারা বলেছেন, ঐক্য গঠনে ছোট ইস্যু বড় করে দেখার কিছু নেই।

এদিকে, ছাড় দিয়ে হলেও বৃহত্তর ঐক্যে থাকতে চায় জামায়াত। আর বৃহত্তর ঐক্যে আসন বন্টনসহ নানা বিষয়ে জোটবদ্ধ ছোট দলগুলোর ভাল মূল্যায়ন হবে মত জোট নেতাদের।

নানা বাধা উপেক্ষা করে গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে, শিগগিরই সফল আন্দোলন গড়ে তোলার বিষয়ে আশাবাদী বিএনপি ও সমমনা নেতারা।

সোনালীনিউজ/জেডআরসি

Wordbridge School
Link copied!