• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নির্বাচনে অংশ নিতে খালেদার ছয় শর্ত!


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৩, ২০১৮, ০৬:৫৯ পিএম
নির্বাচনে অংশ নিতে খালেদার ছয় শর্ত!

ঢাকা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সরকারের কাছে ছয় শর্ত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এই শর্তে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ছয়টি শর্ত দেন।

রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রথম সভায় একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি শর্তগুলো তুলে ধরেন।

শর্তগুলো হলো-ভোট হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, জনগণকে ভোটকেন্দ্রে আসার মতো পরিবেশ তৈরি করতে হবে, ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে, নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে, ভোটের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে, সেনাবাহিনী মোবাইল ফোর্স হিসেবে কাজ করবে এবং যন্ত্রে ভোটের জন্য ইভিএম/ডিভিএম ব্যবহার করা যাবে না।

সভায় ছয় শর্ত তুলে ধরার পর খালেদা জিয়া নির্বাহী কমিটির সদস্যদের কাছে জানতে চান তারা এর সঙ্গে একমত কি না। এ সময় নির্বাহী কমিটির সদস্যরা উচ্চ স্বরে জানান, তারা একমত।

উদ্বোধনী বক্তব্যে খালেদা জিয়া বলেন, মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন হতে হবে নির্বাচনের মাধ্যমে।

তিনি বলেন, ‘আমি যেখানেই থাকি না কেন আমি আপনাদের সঙ্গে আছি। আমাকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। দলের নেতা ও এ দেশের মানুষের সঙ্গে আছি।’

এ সময় দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ প্রতিরোধ-প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান খালেদা জিয়া।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!