• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে চলবে ভ্রাম্যমাণ আদালত


আদালত প্রতিবেদক মে ২১, ২০১৭, ১০:৫৩ এএম
নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে চলবে ভ্রাম্যমাণ আদালত

ঢাকা: নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় ২ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার (২১ মে) প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত ১৪ মে আপিল করেছিল রাষ্ট্রপক্ষ। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ বলে রায় দেন হাইকোর্ট।

ভ্রাম্যমাণ (মোবাইল কোর্ট) আদালতে সাজাপ্রাপ্ত পৃথক তিন ব্যক্তির দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে তিনটি রুলের চূড়ান্ত শুনানি শেষে ওই রায় দেয়া হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!