• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিলামে দল পেলেন না গেইল, ১২.৫ কোটিতে রাজস্থানে স্টোকস


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২৭, ২০১৮, ১১:৩৬ এএম
নিলামে দল পেলেন না গেইল, ১২.৫ কোটিতে রাজস্থানে স্টোকস

ঢাকা: শুরু হয়ে গেল ১১তম আইপিএলের নিলাম পর্ব। প্রথমেই মার্কি ক্রিকেটারদের নিলাম শুরু হয়েছে।

শিখর ধাওয়ান: শুরুতেই ৫.২ কোটি টাকায় শিখর ধাওয়ানকে কিনে নেয় কিংস ইলেভেন পঞ্জাব, সেই মূল্যেই রাইট টু ম্যাচ নিয়মে ফের শিখরকে কিনে নিয়ে চমক দিল সানরাইজার্স হায়দরাবাদ৷ অর্থ্যাৎ ১১ তম আইপিএলে ফের হায়দরাবাদেই খেলবে ধাওয়ান।

রবিচন্দ্রন অশ্বিন: ধাওয়ানকে হারালেও অশ্বিনকে তুলে নিয়ে চেন্নাইকে টেক্কা দিল পাঞ্জাব। ৭ কোটি ৬০ লাখ টাকায় অশ্বিনকে কিনে নিল প্রীতি জিনতার দল।

কাইরন পোলার্ড: দিল্লির থেকে মুখের গ্রাস ছিনিয়ে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। রাইট টু ম্যাচ নিয়মে ৫ কোটি ৪০ লক্ষ টাকায় মার্কি ক্রিকেটার পোলার্ডকে কিনে নিল নীতা আম্বানির দল।

ক্রিস গেইল: দল পাননি গেইল। শেষবার রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ব্যাট হাতে দাপট দেখাতে পারেননি ক্যারিবিয়ান এই ক্রিকেটার। ১১ তম আইপিএল নিলামের প্রথম ধাপে অবিক্রিত থেকে গেলেন গেইল।

বেন স্টোকস: ১২.৫০ কোটিতে রাজস্থান রয়্যালসে কিনল বেন স্টোকসকে। শুরুতে শাহরুখের কেকেআর আর প্রীতি জিনতার পাঞ্জাব বেনকে তুলে নেওয়ার জন্য ঝাঁপালেও শেষেমেষ অলরাউন্ডার স্টোকসকে তুলে নিল রাজস্থানের ফ্যাঞ্চাইজি।

ডু প্লেসি: রাইট টু ম্যাচ নিয়মে ডু প্লেসিকে কিনে নিল চেন্নাই সুপার কিংস। ১.৬০ কোটিতে ডু প্লেসিকে নিজেদের দলেই রাখল চেন্নাই।

আজিঙ্কা রাহানে: রাইট টু ম্যাচ নিয়মে রাহানেকে দলে নিল রাজস্থান রয়্যালস।

মিচেল স্টার্ক: ৯ কোটি ৬০ লাখে স্টার্ককে দলে নিয়েছে কেকেআর।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!