• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিষেধাজ্ঞা অমান্য করায় বরগুনায় ২৭ জেলে আটক


বরগুনা প্রতিনিধি অক্টোবর ১২, ২০১৬, ০৩:১৬ পিএম
নিষেধাজ্ঞা অমান্য করায় বরগুনায় ২৭ জেলে আটক

ইলিশ রক্ষায় পদ্মা, মেঘনাসহ দক্ষিণাঞ্চলের সাগর ও নদীতে কঠোর নজরদারি শুরু করেছে প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করায় ২৭ জেলেকে আটক করা হয়েছে।

বুধবার ভোর থেকে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও জেলা প্রশাসকের টাস্কফোর্সের একাধিক টিম নদীতে টহল ও অভিযান করে। অভিযানে ভোলার সদর উপজেলার ইলিশা এলাকায় মেঘনা নদী থেকে ইলিশ মাছ ধরায় ১১ জেলেকে আটক করা হয়েছে। এসময় ১৮ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশও জব্দ করা হয়।

বরগুনায় নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার অপরাধ ১২ জেলেকে এক মাস কোরে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পটুয়াখালীতে বাউফল উপজেলায় ২ লক্ষ মিটার কারেন্ট জালসহ ৪ জেলেকে আটক করা হয়েছে।

এছাড়া পটুয়াখালীর নিউমার্কেট থেকে মজুদকৃত ২০ কেজি ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!