• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা না তুললে অন্য দেশের হয়ে খেলবেন শ্রীসান্থ!


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২০, ২০১৭, ০৯:৫৯ পিএম
নিষেধাজ্ঞা না তুললে অন্য দেশের হয়ে খেলবেন শ্রীসান্থ!

ঢাকা: নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হলে অন্য দেশের হয়ে খেলতে পারেন শান্তকুমারান শ্রীসান্থ। ২০১৩ আইপিএল স্পট ফিক্সিং করায় ভারতীয় বোর্ড (বিসিসিআই) তাঁকে আজীবন নিষিদ্ধ করে। এ বছরের আগস্টে তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

এর আগে দিল্লির একটি বিশেষ আদালত শ্রীসান্থকে মুক্তি দিলেও বোর্ড সে রায় মানেনি। এ জন্যই কেরালা হাইকোর্টে যান শ্রীসান্থ। সেই মামলার ভিত্তিতে  কেরালা হাইকোর্ট শ্রীসান্থের ওপর থেকে ‘নিষেধাজ্ঞা’ তুলে নেওয়ার নির্দেশ দেয় বিসিসিআইকে।

যদিও শ্রীসান্থের নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রসঙ্গে কেরালা হাইকোর্টের সিদ্ধান্তকে বোর্ডের নিয়মের পরিপন্থী বলে মনে করেন বোর্ড কর্তারা। বোর্ডের তরফে আদালতে পাল্টা আবেদন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল জোহরি। এরপরই স্যোশাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগড়ে দেন শ্রীসান্থ। 

আইপিএলে ম্যাচ  গড়াপেটায় নিষিদ্ধ দুই ফ্র্যাঞ্চাইজি আগামী মৌসুমে আইপিএলে ফিরলে শ্রীসান্থ কেন ফিরতে পারবে না এমন প্রশ্নই টুইটারে তুলে ধরেন নিষিদ্ধ ডানহাতি বোলার। শ্রীসান্থ লিখেছিলেন, ‘বিসিসিআইয়ের কাছে আমি ভিক্ষা চাইছি না, আমার বেঁচে থাকা অধিকার আমায় ফিরিয়ে দেওয়া হোক। আমি মনে করি, ক্রিকেট খেলাটা আমার অধিকার। বোর্ড ভগবানের ওপরে নয়। তারা আমার অধিকার কেড়ে নিতে পারে না।’

সম্প্রতি বিসিসিআইয়ের আপিলের ভিত্তিতে কেরালা হাইকোর্ট শ্রীসান্থের নিষিদ্ধের সিদ্ধান্তকে বহাল রাখার সিদ্ধান্ত নেয়। এর পর এক সাক্ষাৎকারে শ্রীসান্থ বলেছেন, ‘বিসিসিআই আমাকে নিষিদ্ধ করছে, আইসিসি নয়। তাই প্রয়োজনে অন্য দেশের হয়ে ক্রিকেট খেলতেও পারি৷’ এখানেই না থেমে ডানহাতি পেসার আরো বলেন, ‘এখন আমার বয়স ৩৪, এখনও ছয় বছর ক্রিকেট খেলার সুযোগ রয়েছে৷ আমি ক্রিকেটে ফিরতে চাই। তাই প্রয়োজনে অন্য দেশের হয়ে ক্রিকেট খেলতে পারি।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!