• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞার প্রতিবাদে ব্যাটারিচালিত রিকশা চালকদের মানববন্ধন


মুন্সীগঞ্জ প্রতিনিধি এপ্রিল ২০, ২০১৭, ০২:২৮ পিএম
নিষেধাজ্ঞার প্রতিবাদে ব্যাটারিচালিত রিকশা চালকদের মানববন্ধন

মুন্সীগঞ্জ: জেলার শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের ওপর জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে চালক ও মালিকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের সড়কে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে অন্তত ২ হাজার চালক ও মালিকের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা পথ রুদ্ধ করে ১৫-১৬টি অটোরিকশা ভাঙচুর করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, মানববন্ধন থেকে গাড়ি ভাঙচুর করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় এবং দুইজনকে আটক করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!