• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু


নীলফামারী প্রতিনিধি আগস্ট ২১, ২০১৬, ০৮:২৭ পিএম
নীলফামারীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

নীলফামারীতে ডোমারে পুকুরে গোসল করতে গিয়ে জাহিনুর ইসলাম (২৫) নামে দুই সন্তানের জনক ও দুই গৃহবধুর ঝগড়া থামাকে গিয়ে কুলসুম বেওয়া (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

রোববার (২১ আগস্ট) দুপুরে উপজেলায় খানাবাড়ী গ্রামে এবং কেতকীবাড়ী তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর ১২ টায় জাহিনুর এলাকার আহম্মেদ মাষ্টারের পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে সে পুকুরের পানিতে তলিয়ে যায়। অনেক খোজখুজির পর পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে তার মৃত্যুদেহ উদ্ধার করে। নিহত জহিনুর ইসলাম খানাবাড়ী গ্রামের সামছুল হকের ছেলে। অপরদিকে একই উপজেলার কেতকীবাড়ী তেলিপাড়া গ্রামের তবিবুল ইসলামের স্ত্রী ফরিদা বেগমের সঙ্গে প্রতিবেশী রুবেল আহম্মেদের স্ত্রী মিনারা বেগম ঝর্ণার মধ্যে ঝগড়া বাঁধে। ঝগড়ার এক পর্যায়ে দুই গৃহবধুর মধ্যে হাতাহাতি শুরু হয়। বিষয়টি দেখতে পেয়ে ফরিদা বেগমের শাশুড়ি কুলসুম বেওয়া তাদের ঝগড় থামাতে গেলে তার বুকে একটি  ঘুষি লাগলে সে মাটিতে লুটিয়ে পরে। তাকে স্থানীয় ডাক্তারের পরামর্শে স্যালাইন ও ব্যাথার ওষুধ দেয়া হয়। ওষুধ খাওয়ার পরেই তার মৃত্যু ঘটে। নিহত কুলসুম বেওয়া ওই গ্রামের মৃত ফজর উদ্দিনের স্ত্রী। 

ডোমার থানার ওসি আহম্মেদ রাজিউর রহমান মৃত্যুর বিষয় দুটি নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!