• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১০৫


নীলফামারী প্রতিনিধি জুলাই ২১, ২০১৭, ০৬:২২ পিএম
নীলফামারীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১০৫

নীলফামারী: জেলা পুলিশ গত ২৪ ঘণ্টায় জেলার ৬টি থানায় একযোগে বিশেষ অভিযান চালিয়ে ১০৫ জনকে গ্রেপ্তার করেছে। দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নীলফামারী জেলা পুলিশ জেলার ৬টি থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ সুপার মো. জাকির হোসেন খানের সরাসরি তত্ত্বাবধানে জেলার ৬টি থানায় একই সময়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৬৫টি মামলায় ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়। তন্মধ্যে বিচারাধীন মামলায় ১৬ জন, সাজাপ্রাপ্ত আসামি ৫ জন, পুলিশ আইনের ২৪ ধারায় ৮ জন, ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় ২ জন এবং মাদক আইনে ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও অভিযান চলাকালে পুলিশ ৬৪ পুরিয়া হেরোইন, ১৪৬৭ গ্রাম গাঁজা, ১৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৬.৫ লিটার দেশি চোলাই মদ ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

জেলাব্যাপী আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যসহ কয়েকশ’ পুলিশ সদস্য এ অভিযানে অংশগ্রহণ করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, ডোমার ও সৈয়দপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান স্থানীয়ভাবে ৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত এ সকল অভিযান তদারক করেন।

গ্রেপ্তারকৃত আসামিদেরকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!