• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে সোয়েটার কারখানায় আগুন


নীলফামারী সংবাদদাতা জানুয়ারি ১২, ২০১৭, ০৪:৪৯ পিএম
নীলফামারীতে সোয়েটার কারখানায় আগুন

প্রতীকী ছবি

নীলফামারী : ডোমার উপজেলায় ‘এসটি’ নামের একটি ক্ষুদ্র সোয়েটার কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোরের দিকে উপজেলায় বড় রাউতা মাদ্রাসা পাড়া এলাকার ওই সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান কারখানা কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোরে ওই কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিস ডিফেন্স ডোমার স্টেশনের ইনচার্জ ভুপেন্দ্রনাথ বর্মন জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে সোয়েটার তৈরির সকল মেশিন, তৈরি সোয়েটার, সুতা, কারখানার আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস।

এদিকে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন এলাকাবাসী।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!