• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নূর হোসেন ন্যায় বিচার পায়নি দাবি খোকন সাহার


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৭, ০৫:৫৪ পিএম
নূর হোসেন ন্যায় বিচার পায়নি দাবি খোকন সাহার

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ‘ন্যায় বিচার’ পায়নি বলে দাবি করেছেন জানিয়েছেন তাঁর আইনজীবী মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী অ্যাডভোকেট খোকন সাহা। সোমবার (১৬ জানুয়ারি) সকালে রায় ঘোষণার পর খোকন সাহা একথা জানান। তিনি বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট না। রায়ের বিরুদ্ধে অচিরেই আমরা উচ্চ আদালতে আপিল করবো। আশা করি, উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো।’ তিনি বলেন, ‘রায় ঘোষণার পর নূর হোসেন আমার সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি রায়ে অসন্তুষ্টি কথা জানান।’

নূর হোসেনের বরাত দিয়ে আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি খোকন বলেছেন, ‘আমি ন্যায় বিচার পাইনি। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত আমি ছিলাম না।’

এর আগেও আদালতে জেরা চলাকালে গত ৩ মার্চ একটি মামলার বাদী সেলিনা ইসলাম বিউটির সাক্ষ্য গ্রহণের সময়ে তাকে প্রচণ্ডভাবে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। ওই সময়ে কিছু ক্ষেত্রে সেলিনা ইসলাম বিউটি ঠিকমত জবাব দিতে ব্যর্থ হলে তাকে সহায়তা করেন পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন। তিনি আদালতে দেয়া আসামিদের জবানবন্দী ও মামলার সূত্র ধরে তথ্য প্রদান করেন। ওই সময়ে বাদী পক্ষের আইনজীবী ও আসামিরা পিপিকে উদ্দেশ্য করে বলেন, ‘পিপি সাহেব তাহলে বাদীকে আপনি বসিয়ে আপনিই তাহলে কাঠগড়ায় দাঁড়িয়ে যান।’ তখন আসামিপক্ষের কয়েকজনও একই কথা বলেন। ওই সময়ে নূর হোসেনসহ কয়েকজনকে নিঃশব্দে হাসতে দেখা গেছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!