• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেইল ম্যাকেঞ্জি মাশরাফিদের ব্যাটিং পরামর্শক


ক্রীড়া প্রতিবেদক জুলাই ১৮, ২০১৮, ০৬:৩৫ পিএম
নেইল ম্যাকেঞ্জি মাশরাফিদের ব্যাটিং পরামর্শক

ফাইল ছবি

ঢাকা: দীর্ঘ আটমাস পর প্রধান কোচ পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান স্টিভ রোডস দায়িত্ব পেয়েই শিষ্যদের নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছেন। সেখানে লাল সবুজের দলের সঙ্গে যোগ নিয়েছেন নতুন ফিল্ডিং কোচ রায়ান কুক। এবার ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে ওয়ানডে সিরিজের আগেই ব্যাটিং পরামর্শক পাচ্ছেন সাকিব-তামিম। টাইগারদের ব্যাটিং কনসালটেন্ট হিসাবে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার নেইল ম্যাকেঞ্জি।   

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি আনুষ্ঠানিকভাবে না জানালেও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন সব চূড়ান্ত পর্যায়ে রছেছে। তিনি বলেন,  ‘ওয়েস্ট ইন্ডিজ আমাদের জাতীয় দলের সঙ্গে একজন ব্যাটিং কনসালটেন্ট যোগ দেবেন। সব কিছু চূড়ান্ত হয়ে আছে। সব কিছু ঠিক থাকলে আমরা আশা করছি ২২ তারিখের মধ্যে যোগ দেবেন।’

প্রধান নির্বাহী কর্মকর্তা আরও জানিয়েছেন, ২০১৯ বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের সব সাপোর্ট স্টাফের নিয়োগই চূড়ান্ত হয়েছে। ‘আমরা এখন যে চুক্তিগুলো করছি সেটা ২০১৯ বিশ্বকাপকে বিবেচনায় রেখেই করছি। তবে একটা চুক্তির খুঁটিনাটি বিষয় থাকে। পুরো বিষয়টি চূড়ান্ত হলে বিস্তারিত (নাম) জানিয়ে দেব।’

উল্লেখ্য, ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কারস্টেনকে মাশরাফি-সাকিবদের কোচ খুঁজে দেওয়ার দায়িত্ব দিয়েছে বিসিবি। যদিও এই দক্ষিণ আফ্রিকান তিন ফরম্যাটে আলাদা কোচ নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বিসিবি কারস্টেনকে সব ফরম্যাট মিলিয়ে একজন কোচ খুঁজে দিতে বলে। তারই ধারাবাহিকতায় টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পান স্টিভ রোডস। এরপর দক্ষিণ আফ্রিকার রায়ান কুককে ফিল্ডিং কোচ হিসাবে নিয়োগ দেয় বিসিবি। এবার ব্যাটিং পরামর্শক হিসাবে নিয়োগ পাচ্ছেন আরেক প্রোটিয়া ব্যাটস্যান নেইল ম্যাকেঞ্জি।

আগামী ২২ জুলাই গায়ানায় প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের ওয়ানডে সিরিজ। ২৬ জুলাই দ্বিতীয় ম্যাচও একই ভেন্যুতে। ২৮ জুলাই সেন্ট কিটসে হবে শেষ ম্যাচে। পরে শুরু হবে দুদলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে আমেরিকায়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!