• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ


সোনালীনিউজ ডেস্ক মে ১৭, ২০১৬, ১২:০৫ পিএম
নেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ

বিশ্বব্যাংক এক প্রতিবেদনে বলছে, মোট জনগোষ্ঠির হিসেবে বিশ্বে যে দেশগুলো ইন্টারনেট সংযোগে পিছিয়ে রয়েছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চমে। বাংলাদেশের থেকে এগিয়ে রয়েছে মিয়ানমার বা ইথিওপিয়ার মতো দেশ।

বাংলাদেশের টেলিকম বিশেষজ্ঞ আবু সায়িদ খান বলছেন, এই পিছিয়ে পড়ার ক্ষেত্রে মূলত দুটি বাধা কাজ করছে। গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের খরচ বেশি এবং ডিজিটাল অবকাঠামো তৈরিতে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার কারণে ইন্টারনেট সংযোগে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংক বলছে, এই খাতে যতটা কাজ তৈরি হওয়া সম্ভব বাংলাদেশে ততটা হচ্ছে না। কিন্তু বাংলাদেশে ব্যাপক প্রসার হয়েছে মোবাইল ফোন ব্যবহারে।

বিশ্বে যে দেশগুলোর মোবাইল কল খরচ খুব সস্তা বাংলাদেশ সেসব দেশের একটি। কিন্তু ব্রডব্যান্ড বা ওয়াইম্যাক্স সংযোগের ক্ষেত্রে খরচ এখনও অনেক বেশি। তিনি আরো বলেছেন, মূল সেবা প্রদানকারীর কাছ থেকে গ্রাহক পর্যন্ত ইন্টারনেটের সংযোগ পৌঁছতে মধ্যস্বত্ত্বভোগীদের হস্তক্ষেপে দাম বেড়ে যায়। সেক্ষেত্রে এটি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিতে হবে বলে মত দেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!