• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেতা হারিয়েছে আর্জেন্টিনা বললেন মাচেরানো


ক্রীড়া ডেস্ক মে ২৪, ২০১৮, ০৫:১৭ পিএম
নেতা হারিয়েছে আর্জেন্টিনা বললেন মাচেরানো

ঢাকা: দেশের প্রতি রোমেরোর দায় আর সবার চেয়ে একটু বেশি। সেটা গতবার ব্রাজিল বিশ্বকাপে ভালোভাবেই দেখা গিয়েছিল। সেই রোমেরোকে এবার গোলপোস্টের নিচে দেখা যাবে না। চোট তাঁকে বিশ্বকাপ থেকে ছিটকে ফেলে দিয়েছে। গত বিশ্বকাপে নিজেকে নিংড়ে দেওয়া আরেক খেলোয়াড় হাভিয়ের মাচেরানো বলছেন, আর্জেন্টিনা শুধু একজন খেলোয়াড় হারায়নি। হারিয়ে ফেলেছে একজন নেতা!

রোমেরেরার বিকল্প হিসেবে নাহুয়েল গুজমানকে ডাকা হয়েছে। কিন্তু মাচেরানো মনে করেন, এই শূন্যতা পূরণ হওয়ার নয়, ‘রোমেরোর চোট অনেক বড় একটা ধাক্কা। শুধু তো ফুটবলার হিসেবে নয়, মানুষ হিসেবেও ওকে আমরা মিস করব। ওই এই দলের নেতা হয়ে ছিল ১০ বছর ধরে।’

তবে মাচেরানো এও মনে করেন, সামনে বিশ্বকাপ, এখন আর পেছন ফিরে তাকানোর সুযোগ নেই, ‘ফুটবলে অনেক কিছুই ঘটবে। এখন গুজমানকে স্বাগত জানিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা অপ্রত্যাশিত এক ধাক্কা খেয়েছি। তবে আমাদের এই বিশ্বাস আছে, কোচ উপযুক্ত ২৩ খেলোয়াড়ের ওপর আস্থা রাখবেন।’

এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে মাচেরানোর জন্য। এই বিশ্বকাপ খেলেই দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। গতবার ফাইনালে একটুর জন্য পারেনি আর্জেন্টিনা।  মাচেরানো বলছেন, ‘কখনও কখনও ফুটবলে এমন কিছু ঘটে যেটা আপনার-আমার বোধের বাইরে। আমরা জানি, বিশ্বকাপ কতটা কঠিন। তবে আমরা বিশ্বকাপে লড়াই করতেই যাব। আমার জন্য এটাই শেষ সুযোগ। আশা করি আমরা প্রত্যাশা পূরণ করতে পারব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবাই যেন লড়াকু এক আর্জেন্টিনা দলকেই দেখতে পায়।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!