• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নেতৃত্ব উপভোগ করেছেন লিটন দাস


ক্রীড়া প্রতিবেদক জুলাই ১৯, ২০১৭, ০৮:৩৪ পিএম
নেতৃত্ব উপভোগ করেছেন লিটন দাস

ঢাকা: অস্ট্রেলিয়ায় ‍বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল দারুন পারফরম্যান্স করেছে। এই দলটিকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। তার নেতৃত্বে নর্দান টেরিটরিকে (এনটি) পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একমাত্র তিন দিনের ম্যাচে হারিয়েছে এইচপি দল। জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলা লিটনের অস্ট্রেলিয়া অভিজ্ঞতা মধুরই ছিল। এই সফরের অভিজ্ঞতাই বুধবার সংবাদমাধ্যমের সামনে এসে ভাগাভাগি করে নিলেন এইচপি অধিনায়ক। বললেন, ‘খেলোয়াড় হিসেবে তো সব সময় খেলি। এবার অতিরিক্ত একটা দায়িত্ব ছিল, অধিনায়কের দায়িত্ব সামলানো। এখানে পছন্দেরও একটা ব্যাপার থাকে। অধিনায়কত্ব মজার এক বিষয়। এবার এটাকে উপভোগ করার চেষ্টা করেছি।’

অস্ট্রেলিয়া সফরে এইচপি দল ধারাবাহিক জয় পেলেও ব্যাটিংটা অতটা ভালো হয়নি। পুরো সফরে সেঞ্চুরি হয়েছে তিনটি। এই তালিকায় নাম নেই লিটনের। এ নিয়ে একটু অতৃপ্তিবোধ রয়েছে লিটনের,‘ আমরা আরেকটু ভালো খেলতে পারতাম। তিন শ’র বেশি একটি ম্যাচেই করেছি। সুযোগও বেশি পাইনি। পরে ব্যাটিং করেছি দুই-তিন ম্যাচে। আরও কয়েকটা সেঞ্চুরি হলে ভালো হতো।’

ডারউইনে এইচপি দলের মূল লক্ষ্য ছিল অনুশীলন। লিটন মনে করেন, সেটি তাদের যথেষ্টই হয়েছে, ‘অনেক কিছু শিখছি। ওখানকার উইকেট আর আমাদের উইকেট অনেক ভিন্ন। খেললে বোঝা যায়। আমাদের কন্ডিশনে ঘাম হয় বেশি। ১০ মিনিট খেললেও শরীরে প্রচুর ঘাম হয় কিন্তু ওখানে এটা হয় না। প্রচুর বাতাস থাকে। এটা অনেক সময় পক্ষে থাকে। আবার বিপক্ষেও চলে যায়। এসবের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছি।’

অস্ট্রেলিয়ায় একের পর এক জয় তুলে নেওয়ায় এনটি দলের মান নিয়ে প্রশ্ন রয়েই গেছে।এদিন এই প্রশ্নেরও উত্তর দিতে হলো লিটনকে,‘প্রতিপক্ষ শক্তিশালী ছিল। হয়তো ওদের চুক্তিভুক্ত (ক্রিকেট অস্ট্রেলিয়ার) খেলোয়াড়েরা ছিল না। এদের ভেতরে যারা নর্দান টেরিটরির ভালো খেলোয়াড়, তারা খেলেছে আমাদের বিপক্ষে। আমাদের মান অনেক ভালো ছিল। আমাদের প্রায় সবাই অনেক দিন ধরে খেলছি শীর্ষ পর্যায়ে। এই পর্যায়ে খেলা ওদের কেউ ছিল না। আসলে ওদের চুক্তিভুক্ত খেলোয়াড়দের কেউই খেলতে পারছিল না। সব মিলিয়ে পাঁচ-ছয়জন খুব ভালো ভালো খেলোয়াড় ছিল।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!