• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘নেতৃত্ব মানলে ঐক্য হতে পারে‍‍`


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৩, ২০১৬, ০৪:১৭ পিএম
‘নেতৃত্ব মানলে ঐক্য হতে পারে‍‍`

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জামায়াত ছেড়ে আসলে এবং শেখ হাসিনার নেতৃত্ব মানলে বিএনপিকে নিয়ে ঐক্যের বিষয় বিবেচনা করা হতে পারে।

শনিবার (২৩ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শফিউর রহমান মিলনায়তনে আইনজীবী সহকারী সমিতির অভিষেক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইকে আমরা রাজনীতিকরণ করতে চাই না। সবাইকে সঙ্গে নিয়ে এই যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের নেতা শেখ হাসিনা। তারা (বিএনপি) জামায়াতকে বাদ দিয়ে আসলে এবং শেখ হাসিনাকে নেতা মানলে বিবেচনা করা হবে তাদের নেয়া যায় কি না।’

কামরুল ইসলাম বলেন, ‘সবাই সবাইকে লক্ষ করবেন। আগে সবার আঙুল ছিল কওমি মাদ্রাসার দিকে। এখন ইংলিশ মিডিয়াম থেকে আসছে তারা। ওরা আমাদের তরুণদের বিভ্রান্ত করছে। তাই আমাদের সবাইকে সবার প্রতি লক্ষ রাখতে হবে।’

আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সঙ্গে দেশীয়রা কাজ করছে, উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, ‘বিদেশি ষড়যন্ত্রকারীরা দেশীয়দের সঙ্গে একত্রে কাজ করছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সঙ্গে যুদ্ধাপরাধী ও আগুন-সন্ত্রাসীরা একসঙ্গে ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।’

মন্ত্রী বলেন, ‘ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপি নেতার বৈঠকের পর থেকে দেশে জঙ্গি হামলা ও জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে সমগ্র দেশ আজ ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ শক্তির কাছে জঙ্গিবাদ পরাজিত হতে বাধ্য।’

তারেক রহমানের বিরুদ্ধে হাইকোর্টের রায় প্রসঙ্গে বলেন, ‘গত পরশু যুগান্তকারী রায় হয়েছে। তারেক নিম্ন আদালতকে প্রভাবিত করে খালাসের রায় নিয়েছিল। এখন আমরা শুদ্ধভাবে রায় পেয়েছি।’

আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোহাম্মদ নুর মিয়ার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, নুরুল ইসলাম সুজন এমপি, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জে এড আই খান পান্না, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, আইনজীবী সহকারী সমিতির প্রচার সম্পাদক মো. হুমায়ন কবির প্রমুখ বক্তব্য রাখেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!