• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনার ৬ রাজাকারের অভিযোগ গঠন ৩০ নভেম্বর


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২২, ২০১৬, ০২:০৪ পিএম
নেত্রকোনার ৬ রাজাকারের অভিযোগ গঠন ৩০ নভেম্বর

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার আব্দুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়রুল হকের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ দিন ধার্য করেন।

একই সঙ্গে আদালত এই মামলায় পলাতক পাঁচ আসামির জন্য গাজী তানিমকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী সাবিনা ইয়াসমিন মুন্নী। আসামিরা হলেন- শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানা (৬৬), মো. আব্দুল খালেক তালুকদার (৬৭), মো. কবির খান (৭০), আব্দুর রহমান (৭০), আব্দুস সালাম বেগ (৬৮) ও নুরউদ্দিন ওরফে রদ্দিন (৭০)।

ছয় আসামির মধ্যে গত বছরের ১২ আগস্ট গ্রেফতার হয়ে কারাগারে আছেন আব্দুর রহমান। বাকি পাঁচজন পলাতক।

আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালের ২১ আগস্ট দুপুর ১টায় রাজাকার বাহিনী নিয়ে বাড়হা গ্রামের আব্দুল খালেককে গুলি করে হত্যার পর কংস নদীর পানিতে মরদেহ ভাসিয়ে দেয়ার অভিযোগে মামলা হয় ২০১৩ সালে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!