• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
বিমান দুর্ঘটনায়

নেপাল পুরো থমকে গেছে: নেপালের প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৩, ২০১৮, ১০:০৩ এএম
নেপাল পুরো থমকে গেছে: নেপালের প্রধানমন্ত্রী

ঢাকা: নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় অর্ধশত নিহতের ঘটনায় পুরো নেপাল থমকে গেছে। এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী খাড়গা প্রসাদ শর্মা ওলি।

সোমবার রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ওলি আরও বলেন, এই একটি ঘটনায় পুরো জাতি শোকে স্তব্ধ। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।

সেইসঙ্গে, আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলেও জানান নেপালী প্রধানমন্ত্রী।

সোমবার, স্থানীয় সময় আড়াইটার দিকে নেপালের ত্রিভূবন বিমানবন্দর অবতরণের সময় ৬৭ যাত্রী এবং চা ক্রু নিয়ে বিধ্বস্ত হয় ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-টুওয়ান ওয়ান ফ্লাইটটি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!