• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেপালে যাচ্ছে রানারের মটরসাইকেল


ময়মনসিংহ প্রতিনিধি জানুয়ারি ২১, ২০১৭, ১০:২৩ পিএম
নেপালে যাচ্ছে রানারের মটরসাইকেল

ময়মনসিংহ: বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের গল্প আজ সারাবিশ্ব শুনছে। একসময় তুচ্ছ-তাচ্ছিল্য করে বলা হতো বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। এখন আমরা মোটরসাইকেল রফতানিতেও সক্ষম হয়েছি। আগামী ২০১৭-১৮ অর্থবছরে মোটরসাইকেল রফতানি অর্থাৎ অটোমোবাইল খাতে প্রণোদনা দেওয়া হবে। এই নগদ সহায়তা কীভাবে পাওয়া যায় সে বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাহেবের সঙ্গে আলোচনা করে করণীয় ঠিক করা হবে।

শনিবার(২১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের ভালুকায় রানার অটোমোবাইলস লিমিটেডের উৎপাদিত মোটরসাইকেল নেপালে রফতানি শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। 
 
অনুষ্ঠানে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, রানার গ্রুপের সিইও মুকেশ শর্মা, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ডা. মো. আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুর রহমান শিখর বক্তৃতা করেন।

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ২০১২ সালের ২১ জানুয়ারি তারিখে এই ভালুকায় মাত্র ৭শ’ শ্রমিক নিয়ে রানারের পথচলা শুরু হয়েছিল। ২০১৭ সালের সেই কারখানায় উৎপাদিত মোটরসাইকেল নেপালে রফতানি হলো। এটি একটি নজিরবিহীন ঘটনা।

সোনালীনিউজ/প্রতিনিধি/আতা

Wordbridge School
Link copied!