• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেলসন ম্যান্ডেলার জন্মশতবার্ষিকী আজ


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১৮, ২০১৮, ১২:১৬ পিএম
নেলসন ম্যান্ডেলার জন্মশতবার্ষিকী আজ

ঢাকা : দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ বিরোধি নেতা নেলসন ম্যান্ডেলার শততম জন্মদিন আজ।।শান্তিতে নোবেল বিজয়ী এই নেতার বিশেষ দিনটি উপলক্ষ্যে বিশ্বব্যাপী নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ম্যান্ডেলার শততম জন্মদিন উদযাপন করতে তার জন্মভূমিতে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ম্যান্ডেলার জন্মদিনে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। সফররত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সেই মিছিলে নেতৃত্ব দেবেন।

এদিকে জাতিসংঘ দিনটিকে উদযাপন করবে আন্তর্জাতিক দিবস হিসেবে। ২০১০ সালে জাতিসংঘ ১৮ জুলাইকে ম্যান্ডেলা দিবস ঘোষণা করে।

১৯১৮ সালের ১৮ জুলাই জন্ম নেওয়া ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার আপামর মানুষের কাছে তিনি ‘মাদিবা’ নামে পরিচিত। ৯৫ বছরের জীবনকালের দীর্ঘ ২৭ বছর কেটেছে কুখ্যাত রবেন দ্বীপের কারাগারে। দক্ষিণ আফ্রিকার সরকারের সাথে শান্তি আলোচনায় অবদান রাখার জন্য ১৯৯৩ সালে ম্যান্ডেলা ও রাষ্ট্রপতি এফ ডব্লিউ ডি ক্লার্ককে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

২০১৩ সালের ৫ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি নেতা মারা যান। গত চার দশকে ম্যান্ডলা পেয়েছেন আড়াইশ’র বেশি পুরস্কার।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!