• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’


বগুড়া প্রতিনিধি এপ্রিল ২৬, ২০১৮, ১০:৪৫ পিএম
‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’

বগুড়া: ‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী সমাবেশ।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন বগুড়ার আয়োজনে স্থানীয় শহীদ খোকন পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনসহ আরো অনেকে।

মাদক বিরোধী সমাবেশ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!