• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেশা থেকে ফেরাতে বিয়ে!


লাইফস্টাইল ডেস্ক আগস্ট ২৭, ২০১৬, ০৬:০৯ পিএম
নেশা থেকে ফেরাতে বিয়ে!

বিয়ে বন্ধনে আবদ্ধ হলে নেশাখোর ভালো হয়ে যায়! এটা কেউ মানেন আবার কেউ মানতে চান না। তবে এবার তা রীতিমত গবেষণা করে প্রমাণ করলেন ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার গবেষক ডায়না ডিনুস্কর।

ক্লিনিক্যাল সাইকোলজি পড়ুয়া ডায়না মনে করেন, একা থাকলে নিরাপত্তাহীনতায় মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে। আর সেই একাকিত্ব ঘোঁচাতে বিয়ের বিকল্প নেই। সেই সাথে বিয়ে এমন একটা মজবুত বন্ধন যেটি বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের মানসিকতা পাল্টাতে সাহায্য করে।

তিনি ওয়াশিংটনের ১ হাজার ৬১৮ জন যমজ বোন ও ৮০৭ যমজ ভাইয়ের ওপর গবেষণা চালান। গবেষণায় দেখতে পান, যমজ ভাই বা বোনের স্বভাবে অনেক মিল রয়েছে তবে তা নেশার ব্যাপারে কোনোভাবেই এক নয়। নেশার ক্ষেত্রে তারা স্বভাবের তুলনায় পরিবেশগত অবস্থার ওপর নির্ভরশীল।

ডায়না আরো দেখেন, একা থাকলেই মানুষের নেশার প্রতি আকর্ষন বেশি কাজ করে। সে তুলনায় বিবাহিতদের আকর্ষন কম। তার দাবি, হঠাৎ করে কোনো সম্পর্ক ভেঙে গেলে মানুষের মনে ফের নেশার ইচ্ছে জাগতে পারে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!