• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নোবেল-মৌয়ের ‘হাইওয়ে’


বিনোদন প্রতিবেদক জুন ২২, ২০১৬, ০৩:০৬ পিএম
নোবেল-মৌয়ের ‘হাইওয়ে’

নোবেল ও মৌ। দেশসেরা দুই মডেল। বিজ্ঞাপচিত্রে যতটা দেখা যায় তাদের ততটা দেখা যায় না নাটক কিংবা টেলিফিল্মে। তবে এবারের ঈদে দু’জনকে একসঙ্গে দেখা যাবে এক টেলিফিল্মে।

‘হাইওয়ে’ নামের টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদি হাসান জনি। ঈদের দিন দুপুর ২ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এটি।

টেলিফিল্মে দেখা যাবে, এক হাইওয়েতে দেখা হয় নোবেল ও মৌয়ের। দু’জনেই বাড়ি থেকে পালিয়েছে। তবে কারণ দু’টি একেবারেই বিপরীত। নোবেলের বাবা তাকে অফিসে যেতে বলে, কিন্তু তার অফিস ভালো লাগে না। তাই বাবার যন্ত্রণা থেকে বাঁচার জন্য বাড়ি ছেড়েছে। 

অন্যদিকে, মৌয়ের বাবা তাকে নিজের পায়ে দাঁড়াতে বা চাকরি করতে দেন না। এখান থেকেই পথচলা শুরু। একসাথে অনেক সময়, ভালোলাগা, বন্ধুত্ব এবং প্রেম। শুরু হয় নতুন গল্প। 

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!