• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষতি


নোয়াখালী প্রতিনিধি আগস্ট ১১, ২০১৭, ১১:০১ এএম
নোয়াখালীতে টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষতি

নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জে টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হলেও কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চরএলাহী ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দমকা হাওয়ার সঙ্গে উপজেলার চর নেংটা ও পাশের এলাকায় টর্নেডো আঘাত হানে। এতে অর্ধশতাধিক কাঁচা ঘর, দোকান-পাট ভেঙে যায়। ১৫টিরও বেশি পোল্ট্রি ফার্মে ব্যাপক ক্ষতি হয়।

টর্নেডোতে ঘর ও গাছ চাপায় আহত ২০ জনকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী। খবর পেয়ে, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!