• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নৌকার ছাদে বজ্রপাত, নারীসহ নিহত ৩


নরসিংদী প্রতিনিধি জুন ১২, ২০১৮, ০৭:২০ পিএম
নৌকার ছাদে বজ্রপাত, নারীসহ নিহত ৩

প্রতীকী ছবি

নরসিংদী: জেলার মেঘনা নদীতে যাত্রীবাহী একটি নৌকায় বজ্রপাতে ঘটনা ঘটে। এতে নারীসহ ৩ নিহত হয় এবং আহত হয়েছেন আরো ১০ যাত্রী।

মঙ্গলবার (১২ জুন) বিকেল ৩টার দিকে জেলার চরাঞ্চল করিমপুরের মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আলোকবালী গ্রামের ফরিদা ইয়াসমিন (৫০), একই গ্রামের রেহেনা বেগম (৪০) ও সেলিম মিয়া।

আহতরা হলেন, ছানাউল্লা মিয়া, রুবেল মিয়া, আলী হোসেন, ফরহাদ মিয়া, জাবেদ ও ভূট্টো মিয়া। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দুপুর আড়াইটার দিকে নরসিংদীর বিপিন সাহার ঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত নৌকা (ট্রলার) সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী যাচ্ছিল। নৌকাটি চরাঞ্চলের করিমপুরের কাছাকাছি পৌঁছলে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এরই মধ্যে নৌকাটি মেঘনা নদীর করিমপুর মোহনায় পৌঁছলে বিকট শব্দ হয়ে আগুনের গোলাকৃত একটি বস্তু নৌকার উপর পরে।

এসময় নৌকার ছাদে বসা সেলিম নামে একজন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া আহতদের নৌকার অন্যান্য যাত্রীরা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে আনার পর মারা যান আরো দুইজন। গুরুতর আহত আরো দুইজনকে ঢাকায় পাঠানো হয়।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!