• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
স্বাধীনতা দিবস ভলিবল

নৌবাহিনী ও তিতাস ক্লাবের জয়


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২২, ২০১৭, ০৫:৪৮ পিএম
নৌবাহিনী ও তিতাস ক্লাবের জয়

ঢাকা: বাংলাদেশ ভলিবল ফেডারেশন আয়োজিত ‘ওয়ালটন স্বাধীনতা দিবস ভলিবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনে জয় পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও তিতাস ক্লাব। ৯টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে ২৯ মার্চ পর্যন্ত।

বুধবার (২২ মার্চ) পল্টনস্থ জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশকে ৩-০ সেটে (২৫-২৪, ২৫-১৬ ও ২৫-১০) পরাজিত করে বাংলাদেশ নৌবাহিনী। আর দ্বিতীয় ম্যাচে তিতাস ক্লাব একই ব্যবধানে ৩-০ সেটে (২৫-১৮, ২৫-৭ ও ২৫-১৩) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে হারায়।

বৃহস্পতিবার প্রতিযোগিতার তৃতীয় দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় লড়বে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ। সকাল সাড়ে নয়টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী। দুপুর আড়াইটায় ময়দানি লড়াইয়ে মাঠে নামবে তিতাস ক্লাব ও বাংলাদেশ পুলিশ। আর বিকেল চারটায় দিনের শেষ ম্যাচে মুখোমুখি হবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ জেল।

উল্লেখ্য, ওয়ালটন স্বাধীনতা দিবস ভলিবল প্রতিযোগিতায় ৯টি দলকে দুই গ্রুপে বিভক্ত করে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। ‘ক’ গ্রুপে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ জেল। ‘খ’ গ্রুপে রয়েছে তিতাস ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ২০ হাজার, রানার্স-আপ দল ১২ হাজার ও তৃতীয় স্থান অধিকারকারী দল ৮ হাজার টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া তিনজন সেরা খেলোয়াড়কেও পুরস্কৃত করা হবে। ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থান অধিকারকারী দলের প্রত্যেককে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। ২৯ মার্চ বিকেলে ফাইনাল খেলাটি বাংলাদেশ ভলিবল স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!