• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নৌবাহিনী প্রধানের সঙ্গে সাঁতারুদের সাক্ষাৎ


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১৩, ২০১৮, ০৭:৩১ পিএম
নৌবাহিনী প্রধানের সঙ্গে সাঁতারুদের সাক্ষাৎ

ঢাকা: আগামী ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ান জাকার্তা ও পালেমবাং শহরে অনুষ্ঠিত হবে এশিয়ার সবচেয়ে বৃহৎ ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমস। ১৮তম এই আসরে ১৪টি ডিসিপ্লিনে ১১৭ জন খেলোয়াড় এবং প্রশিক্ষক, টিম ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তাসহ ১৬৩ সদস্যের বাংলাদেশ দল অংশগ্রহণ করছে। তারমধ্যে অন্যতম ডিসিপ্লিন সাঁতার।  

এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ সাঁতার দলের পুরুষ সাঁতারু মাহফিজুর রহমান, মহিলা সাঁতারু খাদিজা আক্তার বৃষ্টি এবং কোচ কাম ম্যানেজার হিসেবে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য নিবেদিতা দাস অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, এনবিপি, ওএসপি, বিসিজিএম, এনডিসি, পিএসসি সোমবার সকালে বাংলাদেশ নৌ সদর দপ্তর, বনানী, ঢাকায় সাঁতারু ও কর্মকর্তাদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সাঁতার দল আগামী ১৭ আগস্ট দিবাগত রাত ২টায় বিমানযোগে জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!