• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করা হচ্ছে


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০১৬, ০১:২৩ পিএম
নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করা হচ্ছে

সোনালীনিউজ ডেস্ক

ব্লু ইকনোমিতে কর্তৃত্ব নিতে নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজের কমিশনিং অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী বাংলাদেশের জলসীমার সুরক্ষায় নৌ বাহিনীর আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন তিনটি আধুনিক যুদ্ধজাহাজ- বানৌজা 'সমুদ্র অভিযান', 'স্বাধীনতা' ও 'প্রত্যয়'- এর কমিশন সম্পন্ন করেন।

কমিশনিং শেষে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে দেশের নৌবাহিনী আরও এক ধাপ এগিয়ে গেলো। এই সব জাহাজের প্রয়োজন কেবলই নৌবাহিনীর জন্য নয়, সমগ্র জাতির জন্যই এর প্রয়োজন।

সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তোলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, সরকার নৌবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এই বাহিনীর উন্নয়নে যা যা করার, সবই করা হবে।

এ সময় তিনি নৌ বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, 'আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলি, যাতে বিশ্বসভায় বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে।'

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। আর এজন্য বিশাল সমুদ্র সম্পদকে কাজে লাগানো হবে।

নৌবাহিনীর এই অগ্রযাত্রায় সহযোগিতার জন্য তিনি দেশবাসীকেও ধন্যবাদ জানান।

এর আগে সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে নেভাল একাডেমিতে এসে পৌঁছান। সেখান থেকে সকাল সাড়ে ১১টার দিকে তিনি নগরীর পতেঙ্গা এলাকায় ঈশা খাঁ নৌ ঘাঁটিতে কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন।

সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!