• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ন্যাম ফ্ল্যাট-এমপি হোস্টেল বহিরাগত মুক্ত হচ্ছে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৭, ২০১৭, ০২:০২ পিএম
ন্যাম ফ্ল্যাট-এমপি হোস্টেল বহিরাগত মুক্ত হচ্ছে

ঢাকা : বহিরাগত মুক্ত হচ্ছে সংসদ সদস্যের বসবাসের জায়গা মানিকমিয়া এভিনিউর ন্যাম ফ্ল্যাট ও নাখালপাড়ার এমপি হোষ্টেল। প্রধানমন্ত্রীর নির্দেশে গত রোববার (২৩ এপ্রিল) সংসদের চিফ হুইপ ফ্ল্যাট বরাদ্দ নেয়া সংসদ সদস্যদের এবিষয়ে চিঠি দিয়েছে। চিঠিতে এক সপ্তাহের মধ্যে সংসদ সদস্যের আবাসস্থল থেকে সকল বহিরাগতদের বের করে দেয়ার জন্য বলা হয়েছে বলে সংসদ সচিবালয়ের উর্ব্ধতন এক কর্মকর্তা জানান।

এ বিষয়ে চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, এমপিদের বাসস্থানে বহিরাগতরা যেন না থাকে, সেজন্য বারবার অনুরোধ করা হয়েছে। নোটিশ দেয়া হয়েছে। সর্বশেষ প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনাকে শ্রদ্ধা রেখে এরই মধ্যে কয়েকজন ফ্ল্যাট ছাড়ার ব্যাপারে আমাকে জানিয়েছেন। আশা করি আরও অনেকে ছাড়বেন। চিঠির পর যদি তারা ফ্ল্যাট না ছাড়েন, সেক্ষেত্রে কী পদক্ষেপ নেয়া হবে- এমন প্রশ্নে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা নিজেরা থাকবেন, ন্যাম ফ্ল্যাটে শুধু সেই এমপিরা থাকবেন। যারা নিজেরা না থেকে ন্যাম ফ্ল্যাটে অন্যদের নিয়ে রেখেছেন, তাদের নাম কাটা যাবে। প্রধানমন্ত্রী বলেন, ন্যাম ফ্ল্যাটে পরিবার নিয়ে সংসদ সদস্যরা থাকবেন। আমি আগে পার্লামেন্টারি পার্টির সভায় বলেছি, শোনেননি। আজ (গত শনিবার) পাবলিকলি বললাম। চিফ হুইফকে বললাম, যদি ব্যবস্থা না নেন, তবে তার ব্যবস্থা আমি নেব। এ ব্যাপারে স্পিকারের অভিমত চাই। রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে সবাইকে যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি মাল দরিয়া মে ঢাল- মানসিকতা যেন না থাকে।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এমপিদের বসবাসের জন্য রাজধানীর মানিকমিয়া এভিনিউ ও নাখালপাড়ায় ১০টি ভবনে ২৯২টি ফ্ল্যাট বরাদ্দ দিয়েছে সংসদ সচিবালয়। অত্যাধুনিক ১ হাজার ৮০০ বর্গফুটের ফ্ল্যাটের মাসিক ভাড়া ৬০০ টাকা এবং ১ হাজার ২০০ বর্গফুট ফ্ল্যাটের মাসিক ভাড়া ৪০০ টাকা। তবে ৯১টির বেশি ফ্ল্যাটে এমপিরা বসবাস করেন না। সেখানে বসবাস করছেন তাদের কাজের লোক, ব্যক্তিগত সহকারী, ড্রাইভার অথবা আত্মীয়স্বজন। বরাদ্দ নেয়া ফ্ল্যাটে ১০ জন এমপি মাঝে মাঝে থাকেন। এদের মধ্যে রয়েছেন কয়েকজন মন্ত্রীও। প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের জরুরি নোটিশ দিয়েছে সংসদ। ৭ দিনের মধ্যে বহিরাগতদের সরিয়ে না নিলে ফ্ল্যাট বরাদ্দ বাতিল করা হবে। অর্থাৎ তারা ফ্ল্যাট হারাতে পারেন।

সংশ্লিষ্টরা জানান, দশম সংসদের সংসদ কমিটির প্রতিটি বৈঠকের কার্যবিবরণীতে নিরাপত্তার স্বার্থে সংসদ সদস্যের নামে বরাদ্দ ফ্ল্যাটে স্বামী-স্ত্রী, ভাইবোন, ছেলেমেয়ে ও বাবা-মা ব্যতীত অন্য কেউ অবস্থান করতে পারবেন না বলে কঠোর সিদ্ধান্ত হয়। কিন্তু এখন পর্যন্ত ওই সিদ্ধান্তের তোয়াক্কা করছেন না তারা। তবে সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশের পর কঠোর অবস্থানে গেছে সংসদ সচিবালায়। এরই মধ্যে যারা ফ্ল্যাট বরাদ্দ নিয়ে থাকেন না, তাদের একটি তালিকা করা হয়েছে। সে তালিকায় ৯০ জনেরও বেশি এমপির নাম রয়েছে। তাদের মধ্যে রয়েছেন কয়েকজন মন্ত্রী।

সংসদ সচিবালয়ের তালিকা অনুযায়ী সরেজমিন খোঁজ নিয়ে দেখা গেছে, এক নম্বর ভবনের ১/৪০১নং ফ্ল্যাটের বরাদ্দ নিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের এমপি মোঃ নজরুল ইসলাম বাবু। এ ফ্ল্যাটে থাকেন তার কাজের লোক। শেরপুর-৩ আসনের এমপি এ কে এম ফজলুল হক বরাদ্দ পেয়েছেন ১/৪০২ নং ফ্ল্যাট। এখানে থাকেন তার ব্যক্তিগত সহকারী। হবিগঞ্জ-৪ আসনের এমপি মাহবুব আলীর ফ্ল্যাট নং ১/৪০৩। এখানে থাকে তার ভাইয়ের পরিবার। ফরিদপুর-১ আসনের এমপি আবদুর রহমানের ১/৫০২ নং ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত সহকারী। ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আলী আজীমের ১/৫০২নং ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত সহকারী। ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর ১/৬০১নং ফ্ল্যাটে থাকেন তার কাজের লোক। গাইবান্ধার-৩ আসনের এমপি ইউনুস আলী সরকারের ১/৬০৪নং ফ্ল্যাটে থাকেন এলাকার লোকজন। রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর ১/৭০২নং ফ্ল্যাটে থাকেন তার অফিসের লোক। ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকীর ফ্ল্যাট নং ১/৮০৪। এতে থাকেন তার ব্যক্তিগত সহকারীর পরিবার। চট্টগাম-২ আসনের এমপি নজিবুল বশার মাইজভা-ারীর ১/৮০৪ নং ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত সহকারী। রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওয়াদুদের ১/৯০২নং ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত সহকারী। ঢাকা-১৮ আসনের এমপি আসলামুল হক আসলামের ১/৯০৪ নং ফ্ল্যাটে থাকে তার ভাইয়ের পরিবার। নেত্রকোনা-২ আসনের এমপি ওয়ারেস হোসেন বেলালের ২/১০২ নং ফ্ল্যাটে থাকেন তার কাজের লোক। চট্টগ্রাম-৪ আসনের এমপি দিদারুল আলমের ২/১০৪নং ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত সহকারী। যশোর-১ আসনের এমপি আফিল উদ্দিনের ২/১০৪ নং ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত সহকারী। সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের ২/৩০১নং ফ্ল্যাটে থাকেন তার কাজের লোক। রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হকের ২/৪০৪নং ফ্ল্যাটে থাকেন তার অফিসের লোক।

নরসিংদী-২ আসনের এমপি কামরুল আশরাফ খানের ২/৫০৪নং ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত সহকারী। সংরক্ষিত মহিলা আসন-৪০ এমপি লুৎফা তাহেরের ২/৬০১নং ফ্ল্যাটে থাকেন তার কাজের লোক। লালমনিরহাট-৩ আসনের এমপি আবু সালেহ মোহাম্মদ সাইদের (দুলাল) ২/৭০১নং ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত সহকারী। কুমিল্লা-২ আসনের এমপি মোহাম্মদ আমির হোসেনের ২/৭০১নং ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত সহকারী।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং ব্রাক্ষণবাড়িয়া-১ আসনের এমপি মোহাম্মদ ছায়েদুল হকের ৪/১০২নং ফ্ল্যাটে কেউ থাকেন না। ময়মনসিংহ-১১ আসনের এমপি ডা. এম আমানউল্লাহর ৪/১০৪ নং ফ্ল্যাটে থাকেন তার আত্মীয়স্বজন। বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথের ৪/২০৩নং ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত সহকারী। শরীয়তপুর-২ আসনের এমপি শওকত আলীর ৪/২০৪নং ফ্ল্যাটে থাকেন তার আত্মীয়। লক্ষ্মীপুর-৪ আসনের এমপি মোঃ আবদুল্লাহর ৪/৪০৩নং ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত লোকজন। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ৪/৪০৪নং ফ্ল্যাটে কেউ থাকেন না। পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং ৪/৬০১নং ফ্ল্যাটে নিজে বসবাস করেন না।

কুড়িগ্রাম-৩ আসনের এমপি এ কে এম মাইদুল ইসলামের ৪/৮০১নং ফ্ল্যাটে তার ভাই বসবাস করেন। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মৃণাল কান্তি দাসের ৬/২০১নং ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত লোকজন। ভোলা-২ আসনের এমপি আলী আজমের ৬/২০৩নং ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত লোকজন। ময়মনসিংহ-৮ আসনের এমপি ফখরুল ইসলামের ৬/৪০৪নং ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত লোকজন। ঢাকা-১৩ আসনের এমপি জাহাঙ্গীর কবির নানকের ফ্ল্যাট নং ৬/৫০২। সেখানে তিনি থাকেন না। তবে লোকজনের সঙ্গে সেখানে সাক্ষাৎ করেন। ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরীর ৬/৫০৩নং ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত সহকারী। চট্টগ্রাম-১০ আসনের এমপি মোঃ আফছারুল আমীনের ৬/৬০৩নং ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত সহকারী। নোয়াখালী-৬ আসনের এমপি বেগম আয়েশা ফেরদৌস তার ৬/৬০৪নং ফ্ল্যাটে বসবাস করেন না। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান তার ৬/৭০৪নং ফ্ল্যাটে আসা-যাওয়া করেন। খুলনা-২ আসনের এমপি মুহাম্মদ মিজানুর রহমান তার ৬/৮০২নং ফ্ল্যাটে মাঝে মধ্যে আসেন। বরগুনা-১ আসনের এমপি ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ ৬/৪০৩নং ফ্ল্যাটে আসা যাওয়া করেন। ঢাকা-১০ আসনের এমপি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ৬/৯০৩নং ফ্ল্যাটে তার ভাইয়ের পরিবার বসবাস করে। টাঙ্গাইল-৭ আসনের এমপি মোঃ একাব্বর হোসেনের ৫/২০১নং ফ্ল্যাটে তার ব্যাক্তিগত সহকারী ও ড্রাইভার বসবাস করেন। রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর ৫/২০৪নং ফ্ল্যাটে তার ব্যক্তিগত সহকারী থাকেন। নরসিংদী-৪ আসনের এমপি নুরুল মজিদ মাহমুদ হূমায়ূনের ৫/৫০৩নং ফ্ল্যাটে তার মা ও ভাইয়ের পরিবার বসবাস করে। নোয়াখালী-৪ আসনের এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ৫/৬০২নং ফ্ল্যাটে তার ড্রাইভার বসবাস করেন। বরিশাল-৫ আসনের এমপি বেগম জেবুন্নেছা আফরোজের ৫/৭০২নং ফ্ল্যাটে তার ব্যক্তিগত সহকারী বসবাস করেন। নড়াইল-২ আসনের এমপি শেখ হাফিজুর রহমানের ৬/৮০৪নং ফ্ল্যাটে তার আত্মীয়স্বজন থাকেন।

মহিলা সংসদ সদস্য শিরিন নাইমের ৩/১০২নং ফ্ল্যাটে থাকেন তার গাড়িচালক। বাগেরহাট-১ আসনের এমপি হেলাল উদ্দীনের ৩/৩০৪নং ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত সহকারী। মহিলা এমপি কাজী রোজীর ৩/৪০১নং ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত সহকারী। মহিলা এমপি লায়লা আরজুমান বানুর ৩/৮০৩নং ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত সহকারী। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি উবায়দুল মোকতাদির চৌধুরীর ৩/৯০২নং ফ্ল্যাটে থাকেন অফিসের লোক। বেগম মেরিনা রহমানের ৩/৬০৪নং ফ্ল্যাটে থাকেন তার বক্তিগত সহকারী। জয়পুরহাট-২ আসনের এমপি আবু সাইদ আল মাহমুদ স্বপন ৪/১০১, কুড়িগ্রাম-২ আসনের এমপি তাজুল ইসলাম ৪/২০৩, ঢাকা-৬ আসনের এমপি কাজী ফিরোজ রশীদ ৪/২০৪, বগুড়া-৩ আসনের এমপি নুরুল ইসলাম তাদুলকদার ৪/৩০২, চট্টগ্রাম-১৩ আসনের এমপি সাইফুজ্জামান চৌধুরী ৪/৩০৩, চট্টগ্রাম-১ আসনের এমপি জিয়াউদ্দিন বাবলু ৪/২০২, ময়মনসিংহ-৭ আসনের এমপি এম এ হান্নান ৪/৩০১, জামালপুর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ ৪/৫০৩, ঢাকা-১৯ আসনের এমপি ডা. এনামুর রহমান ৪/৬০২নং ফ্ল্যাটে থাকেন না। এসব ফ্ল্যাটে থাকেন তাদের স্বজনরা।

রংপুর-৫ আসনের এমপি আশিকুর রহমান ১/৩০৩, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান ১/৩০৪, চাঁপাইনবাবগঞ্জ-৫ আসনের এমপি গোলাম রাব্বানী ১/৪০২, মহিলা এমপি মাহজাবিন মোরশেদ ১/৪০৩ এবং পাবনা-২ আসনের এমপি খন্দকার আজিজুল হক ১/২০১নং ফ্ল্যাট বরাদ্দ নিয়েছেন। অথচ সেখানে তারা থাকেন না। লক্ষ্মীপুর-১ আসনের এমপি এম এ আউয়ালের ২/১০১নং ফ্ল্যাটে, চট্টগ্রাম-৭ আসনের এমপি হাছান মাহমুদ ২/১০২নং ফ্ল্যাটে, সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আবদুল মজিদ ২/১০৩নং ফ্ল্যাটে, ঢাকা-৭ আসনের এমপি হাজী মোঃ সেলিম ২/১০৪নং ফ্ল্যাটে, ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন ২/২০২নং ফ্ল্যাটে, নেত্রকোনা-৩ আসনের এমপি ইফতিকার উদ্দিন ২/৩০৪নং ফ্ল্যাটে, ঢাকা-১৫ আসনের এমপি কামাল আহমেদ মজুমদার ২/৪০১নং ফ্ল্যাটে, শরীয়তপুর-৩ আসনের এমপি নাহিম রাজ্জাক ২/৪০২নং ফ্ল্যাটে, মানিকগঞ্জ-৩ আসনের এমপি ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক ২/৪০৩নং ফ্ল্যাটে, নারয়ণগঞ্জ-৪ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী ২/৪০৪নং ফ্ল্যাটে, বগুড়া-১ আসনের এমপি আবদুল মান্নান ২/৫০১নং ফ্ল্যাটে, সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম ২/৫০২নং ফ্ল্যাটে, নোয়াখালী-২ আসনের এমপি গোলাম মোর্শেদ ২/৫০৩নং ফ্ল্যাটে, সিলেট-৪ আসনের এমপি ইমরান আহমেদ ৩/১০১নং ফ্ল্যাটে, সিলেট-৩ আসনের এমপি মাহমুদ-উস সামাদ চৌধুরী ৩/২০২নং ফ্ল্যাটে, ঢাকা-১৬ আসনের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা ২/২০৩নং ফ্ল্যাটে, টাঙ্গাইল-২ আসনের এমপি খন্দকার আসাদুজ্জামান খান ৩/৪০৪নং ফ্ল্যাটে, কুমিল্লা-৪ আসনের এমপি মোঃ ফখরুল ৩/৫০৩নং ফ্ল্যাটে থাকেন না। এসব ফ্ল্যাটে থাকেন তাদের স্বজনরা। ৩/৫০২নং ফ্ল্যাট এমপি মোঃ আমিনের নামে বরাদ্দ। সেখানে থাকেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের এপিএস।

এছাড়া আরও কয়েকজন এমপি রয়েছেন, তারা মাঝে মাঝে বরাদ্দ নেয়া ফ্ল্যাটে থাকেন। অন্য সময় সেখানে থাকেন আত্মীয়রা।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!