• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ন্যায়পাল নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট


আদালত প্রতিবেদক জুলাই ১২, ২০১৭, ০১:১৯ পিএম
ন্যায়পাল নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা: সংবিধানের ৭৭ অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার (১২ জুলাই) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি দাখিল করেন ইউনুস আলী আকন্দ।

রিটে জাতীয় সংসদের স্পীকার, আইন সচিব, মন্ত্রী পরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিবকে বিবাদী করা হয়েছে।

ন্যায়পাল নিয়োগে সরকারের নিস্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারীর আবেদন জানিয়েছেন। রিটকারী তার আবেদনে বলেছেন- প্রতিবেশি দেশ ভারতসহ কয়েকটি দেশে ন্যায়পাল নিয়োগ চলছে।

তিনি বলেন, দীর্ঘ্য ৪৬ বছর পার হলেও আইন থাকা সত্তে  এখনো ন্যায়পাল নিয়োগ দেয়নি সরকার।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!