• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ন্যায়বিচার হলে খালেদা জিয়া খালাস পাবেন


আদালত প্রতিবেদক  ফেব্রুয়ারি ৮, ২০১৮, ১১:০২ এএম
ন্যায়বিচার হলে খালেদা জিয়া খালাস পাবেন

ফাইল ছবি

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ন্যায়বিচার হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবশ্যই খালাস পাবেন বলে মন্তব্য করেছেন এই মামলার অন্যতম আইনজীবী ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে ঢোকার পূর্বে উপস্থিত সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ন্যায়বিচার হলে বেগম জিয়া অবশ্যই খালাস পাবেন। তার বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি।

তিনি আরো বলেন, আপনারা দেখছেন এখানে আইনজীবীদের ঢুকতে দেয়া হচ্ছে না, মিডিয়া ঢুকতে দেয়া হচ্ছে না। এটা ক্যামেরা ট্রায়াল দিয়ে গোপন বিচারের মতো মনে হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা জন্য বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিন ধার্য রয়েছে। বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ মামলার রায় ঘোষণা করবেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!