• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নড়াইলে ডাকাতিকালে স্বর্ণালংকার ও টাকা লুট, গৃহকর্ত্রী আহত


নড়াইল প্রতিনিধি আগস্ট ২৯, ২০১৬, ০১:৪৩ পিএম
নড়াইলে ডাকাতিকালে স্বর্ণালংকার ও টাকা লুট, গৃহকর্ত্রী আহত

নড়াইলের লোহাগড়া উপজেলার রামপুরা এলাকায় খোরশেদ আলমের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।  রোববার (২৮ আগস্ট) রাত ২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতদল ৮ ভরি স্বর্ণালংকার ও ১৫ হাজার টাকা লুটে নেয়। এ সময় ডাকাতের হামলায় গৃহকর্ত্রী সেলিনা বেগম আহত হন। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
 
খোরশেদ আলমের পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে পড়ে। এ সময় পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরার চাবি নিয়ে ৮ভরি স্বর্ণালংকার ও  ১৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। 

এদিকে পুলিশের দাবি ডাকাতি নয়, খোরশেদ আলমের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!