• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নড়াইলে বাস চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি চরমে


নড়াইল প্রতিনিধি আগস্ট ১, ২০১৭, ০৯:৪১ এএম
নড়াইলে বাস চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি চরমে

নড়াইল : নড়াইলে বাস মালিক সমিতির দুই নেতাকে মারধরের প্রতিবাদে নড়াইল-যশোর-খুলনাসহ নড়াইলের সকল রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গতকাল সোমবার (৩১ জুলাই) বিকেল থেকে বাস ধর্মঘট শুরু হয়।

বাস মালিক সমিতির নেতারা জানান, নড়াইল-লোহাগড়া সড়কে জেএসএ গাড়ি (তিন চাকার গাড়ি) চলাচলে বাঁধা দেওয়ার অভিযোগে সোমবার দুপরে ওই সড়কের মালিবাগ মোড়ে কয়েকজন জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মোল্যা (৪৫) এবং যশোর-নড়াইল সড়কের লাইন সম্পাদক বাবুল মোল্যার (৫০) ওপর হামলা করে।  গুরুতর আহত অবস্থায় তাদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এদিকে, এ হামলার প্রতিবাদে সোমবার নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় মালিক সমিতির কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক কাজী জহিরুল হকসহ নেতারা।

জেলা বাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন বলেন, দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় বাস মালিক ও শ্রমিক সংগঠনের যৌথ সভায় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!