• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নড়াইলে মাশরাফির ঈদ


নড়াইল প্রতিনিধি জুন ২৬, ২০১৭, ১১:৪২ এএম
নড়াইলে  মাশরাফির ঈদ

নড়াইলে ঈদের নামাজ আদায় করলেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আজ সকাল ৮টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। সঙ্গে করে আনেন জুনিয়র মাশরাফিকে (মাশরাফির ছেলে সাহেল)। বাবার পাশে বসে ছোট শিশুটি সবার দিকে হাসিমুখে তাকাচ্ছিল।

নামাজ শেষে সাংবাদিক, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও ভক্তদের সাথে কোলাকুলি করেন মাশরাফি। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এই তারকা। নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকেরা জেলার এই প্রধান জামাতে নামাজ আদায় করেন।

এর আগে রবিবার সকালে ভক্তদের সাথে ভাগাভাগি করতে নাড়ির টানে জন্মস্থান নড়াইলে পৌঁছান। তিনি নড়াইলে আসার পর থেকেই শহরের আলাদতপুরে মামার বাড়িতে ওঠেন। পরে ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, নড়াইলসহ দেশের বিভিন্নস্থান থেকে মাশরাফির ভক্তরা আসতে শুরু করেন। প্রিয় মাশরাফিকে এক নজর দেখার জন্য মামা নাহিদ হোসেনের বাড়িতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি পেশার লোকেরা। 

 

 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!