• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নড়াইলে শেখ রাসেল কাবাডি খেলা অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি জুলাই ১৫, ২০১৭, ১০:৪০ এএম
নড়াইলে শেখ রাসেল কাবাডি খেলা অনুষ্ঠিত

নড়াইল: জেলার কালিয়া উপজেলার দেবদুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় শেখ রাসেল কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে ফাইনাল খেলায় বাঐসোনা ইউনিয়ন কাবাডি দল বনাম দিঘলিয়া ইউনিয়ন কাবাডি দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী হয়েছে বাঐসোনা ইউনিয়ন কাবাডি দল।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, নড়াগাতি থানার ওসি মাহাবুবুর রহমান, কালিয়া থানার ওসি শেখ গনি মিয়া, ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী, সালামাবাদ ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান, জেলা পরিষদের কাউন্সিলর রায়হান ফারুকী, সাবিনা ইয়াসমিন, জেলা ছাত্রলীগের সহসভাপতি মঞ্জরুল চৌধুরী, নড়াগাতি থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবিদ চৌধুরী, সৌদি প্রবাসী মোল্যা মফিজুর রহমান প্রমুখ।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের অতিথিরা। বাংলাদেশ কাবাডি ফেডারেশেনের ব্যবস্থাপনায় এ খেলা অনুষ্ঠিত হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!