• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড


নড়াইল প্রতিনিধি মার্চ ১৫, ২০১৭, ০৩:২২ পিএম
নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল: নড়াইলে স্ত্রী হত্যা মামলায় ফারুক শেখকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৫ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আবুল বাশার মুন্সী এ আদেশ দেন। 

আদালত ও মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৮ মার্চ রাত ১১টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামের জলিল শেখের ছেলে ফারুক শেখ তার স্ত্রী মিতালী বেগমকে ঘরের মধ্যে শ্বাসরোধ হত্যা করে। এ ঘটনায় ফারুককে আসামি করে কালিয়া থানায় মামলা দায়ের হয়। নয়জনের সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ফারুক শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামি ফারুক বর্তমানে কারাগারে আছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!