• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নড়াইলের উন্নয়ন ও ভাবনা বিষয়ক মতবিনিময় সভা


ফরহাদ খান, নড়াইল জুন ২২, ২০১৮, ০৬:২১ পিএম
নড়াইলের উন্নয়ন ও ভাবনা বিষয়ক মতবিনিময় সভা

নড়াইল : জেলার উন্নয়ন ও ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জুন) বেলা ১১টার দিকে নড়াইল প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত লে. কর্ণেল সৈয়দ হাসান ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল প্রেস ক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলামসহ সাংবাদিকরা।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সৈয়দ হাসান ইকবাল বলেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় নড়াইলের বিভিন্ন সড়ক-সেতুর উন্নয়ন, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধূলা, সংস্কৃতির বিকাশে সবার সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। শেখ রাসেল সেতু, মধুমতি নদীর উপর কালনা সেতু, নড়াইল সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নতকরণ, লোহাগড়া আদর্শ কলেজ ও পাইলট স্কুলকে সরকারি করণ, নড়াইল পাওয়ার গ্রিড সাবস্টেশন নির্মাণসহ নড়াইলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!