• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নয় জেলায় বজ্রপাতে প্রাণহানি ১৪


নিউজ ডেস্ক এপ্রিল ৩০, ২০১৮, ০৫:৫৬ পিএম
নয় জেলায় বজ্রপাতে প্রাণহানি ১৪

প্রতীকী ছবি

ঢাকা: দেশের নয় জেলায় বজ্রপাতে ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এরমধ্যে নারায়ণগঞ্জে ৪ জন, জামালপুরে ২ জন, রাজবাড়ীতে ২ জন, রাজশাহীতে একজন, পাবনায় একজন, চুয়াডাঙ্গায় একজন, সুনামগঞ্জে একজন, হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজারে একজন। এছাড়া আহত হয়েছেন আরো ৫ জন। সোমবার (৩০ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে-

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জ ও সোনারগাঁ উপজেলায় বজ্রপাতে হাসেম মোল্লা (১৭), রফিকুল ইসলাম (৩৩) ও ওবায়দুল হক (২৭) ও ফরহাদ (১৫) নামে ৪ জন নিহত হয়েছে।

সোমবার (৩০ এপ্রিল) দুপুরে ওই দুই উপজেলার ভোলাব বন্দের বাড়ি ও জামপুর ইউনিয়নের মুসারচর গ্রামের জমিতে এ ঘটনা ঘটে।

ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই সাব্বির আহাম্মেদ ও সোনারগাঁ জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদ শিকদার শিপলু বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জামালপুর: জেলার ইসলামপুর এবং সরিষাবাড়ী উপজেলায় বজ্রপাতে বকুল (২৫) ও হাবিবুর রহমান (৩৫) নামে দুইব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আব্দুর রাজ্জাক (৫০) নামে একব্যক্তি।

সোমবার (৩০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বকুল ইসলামপুরে দক্ষিণ চিনাডুলি গ্রামের ছাত্তার মিয়ার ছেলে এবং হাবিবুর রহমান সরিষাবাড়ীর মহাদানের শ্যামের পাড়া গ্রামের আলিফ উদ্দিনের ছেলে।

মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজবাড়ী: জেলার বালিয়কান্দি উপজেলায় বজ্রপাতে বজ্রপাতে মো. মতিন শেখ (৪৫) এবং  আব্দুল মতিন মণ্ডল (৩৫) নামে দুই কৃষক নিহত হয়েছেন।

সোমবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বজ্রপাতে এই ঘটনা ঘটে।

নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলি জানান, বজ্রপাতে নিহত মতিন শেখ ওই গ্রামের মতি শেখের ছেলে।

অপরদিকে বালিয়াকান্দি হাসপাতাল কর্তৃপক্ষ বজ্রপাতে আব্দুল মতিন মণ্ডলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান তিনি ঝাউডাঙ্গী গ্রামের মোতালেব মণ্ডলের ছেলে।

রাজশাহী: জেলার পুঠিয়া উপজেলায় বজ্রপাতে ইয়াকুব আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আরেজ উদ্দিনের ছেলে।

পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান ভূঁইয়া বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পাবনা: পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারলেও নিহতের পরিচয় জানাতে পারেননি।

চুয়াডাঙ্গা: সদর উপজেলায় বজ্রপাতে হাসিবুল নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। সোমবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার মহাম্মদজুম্মা গ্রামের ছাতেনতলার মাঠে এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ: জেলার সুনামগঞ্জ উপজেলার জামখলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ইয়াহিয়া আহমদ (২৪) নামে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আব্দুল্লাহ নামের অপর শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ: জেলার বানিয়াচং উপজেলার দক্ষিণ তেলকুমার হাওরে বজ্রপাতে শামসুল হক (৩০) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। শামসুল হক উপজেলার জাতুকর্নপাড়ার গাজী আবদুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের আত্মীয় মোতাব্বির হোসেন।

মৌলভীবাজার: জেলার কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে তমিজ উদ্দিন (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ সময় ৩টি গরুও ঘটনাস্থলেই মারা যায়।

সোমবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এ ঘটনা ঘটে। আদমপুর ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!