• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নয়া পল্টনে বিএনপির বিক্ষোভের চেষ্টা, আটক ১৩


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩১, ২০১৭, ০৯:৩২ পিএম
নয়া পল্টনে বিএনপির বিক্ষোভের চেষ্টা, আটক ১৩

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভ মিছিল থেকে ৪ জনকে আটক করা হয়।

মঙ্গলবার(৩১ অক্টোবর) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভূঁইয়া, সানাউল্লাহ মিয়া, এমএ মালেক, তাইফুল ইসলাম টিপু, মুনীর হোসেন প্রমুখ। মিছিল থেকে পুলিশ ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ফরহাদ, মহানগর পশ্চিমের মিজান ও শ্রমিক দলের মতিঝিল শাখার দেলোয়ারসহ ১৩জনকে আটক করে।

প্রসঙ্গত, রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করে কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে মঙ্গলবার বিকাল ৪টা ৪০ মিনিটে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের রাস্তার উল্টো পাশের দুটি বাসে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ওই বাস দুটিতে আগুন ধরে পুড়ে ছাই হয়ে যায়।

তবে খালেদা জিয়ার গাড়িবহরে থাকা কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি, কেউ হতাহতও হয়নি। নেতাকর্মীরাসহ পুলিশ ব্যারিকেড দিয়ে গাড়িবহর ফেনী পার করে দিয়েছে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School

আরও পড়ুন