• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পছন্দের কিপিংয়ে ফিরলেন মুশফিক


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৮, ২০১৭, ০৩:১৫ পিএম
পছন্দের কিপিংয়ে ফিরলেন মুশফিক

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে শুধু বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলেছেন অধিনায়ক মুশফিকুর রহীম। উইকেটের পিছনে কিপারের গ্লাভস পরে দায়িত্ব পাল করেছেন লিটন কুমার দাস। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই উইকেট কিপারের গ্লাভস ফিরে পেলেন মুশফিক।

বুধবার (১৮ আক্টোবর) পার্লের বোল্যান্ড পার্ক ওভালে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে মুশফিকুর রহীমের হাতে গ্লাভস তুলে দিয়েছেন  অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফলে লিটন দাসের পরিবর্তে মুশফিকই উইকেটের পিছনে দায়িত্ব পালন করছেন।

এ পর্যন্ত ৫৮টি টেস্ট খেলেছেন মুশফিকুর রহীম। এর মধ্যে ৫০টিতেই উইকেটকিপারের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৭ সালে কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়ামে খালেদ মাসুদকে বসিয়ে কিপিংয়ের দায়িত্ব দেয়া হয় তাকে।

এর আগে ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে, ২০০৬ সালে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে এবং ২০১৫ সালে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ টেস্টে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলেন ‘ডিপেন্ডেবল’ মুশফিক।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!