• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদচ্যুতির পর এবার নওয়াজের বিরুদ্ধে পরোয়ানা


আন্তর্জাতিক ডেস্ক  অক্টোবর ২৬, ২০১৭, ০১:৪৯ পিএম
পদচ্যুতির পর এবার নওয়াজের বিরুদ্ধে পরোয়ানা

ঢাকা: পানামা পেপারস কেলেঙ্কারি মামলার জেরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে পদচ্যুত করার পর এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বার্তাসংস্থা এএফপি প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুর্নীতির দুই মামলায় ইসলামাবাদের দুর্নীতিবিরোধী জাতীয় জবাবদিহিতা আদালত এ পরোয়ানা জারি করেন।

নওয়াজের অন্যতম আইনজীবী জাফির খান বলেন, দুর্নীতির দুই মামলায় নওয়াজ শরিফের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মামলার পরবর্তী শুনানির জন্য ৩ নভেম্বর দিন ধার্য করেন জবাবদিহিতা আদালত।

ক্যান্সারে আক্রান্ত অসুস্থ স্ত্রীকে দেখতে চলতি মাসের শুরুতে লন্ডন গিয়েছিলেন নওয়াজ শরিফ। বর্তমানে তিনি সেখানেই আছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

এর আগে গত মঙ্গলবার তার লাহোর ফেরার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই তিনি সফরসূচি পরিবর্তন করেন।

উল্লেখ্য, গত ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারি মামলার রায়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করেন। এর পর তিনি পদত্যাগ করেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!