• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পদত্যাগ করলেন জর্ডানের প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক জুন ৪, ২০১৮, ০৮:১৪ পিএম
পদত্যাগ করলেন জর্ডানের প্রধানমন্ত্রী

ঢাকা: কর বৃদ্ধি ও ব্যয় কমানোর প্রতিবাদে গত কয়েকদিন ধরেই জর্ডানের রাজধানী আম্মানে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে সোমবার (৪ জুন) পদত্যাগ করেছেন জর্ডানের প্রধানমন্ত্রী হানি মুলকি।

আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) পরামর্শে জর্ডান সরকার কর বৃদ্ধি ও ব্যয় কমানোর সিদ্ধান্ত নেয়। যার অংশ হিসেবে কয়েকদিন আগে পার্লামেন্টে নতুন একটি কর বিল প্রস্তাব করা হয়।

আন্দোলনকারীদের দাবি, ওই বিলের কারণে দরিদ্ররা ও মধ্যবিত্তরা ক্ষতিগ্রস্ত হবে।

ওই বিলের প্রতিবাদে রাজধানী আম্মানের বাইরে সারা দেশেই বুধবার (৩০ মে) থেকে বিক্ষোভ শুরু হয়। সরকার পতনের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে। শনিবার (২ মে) রাতে বিক্ষোভকারীদের আটকাতে পুলিশ রাজধানীর বিভিন্ন সড়ক আটকে দেয় এবং টিয়ার গ্যাসের শেল ছোড়ে। রোববার (৩ জুন) রাতে রাজপথে নেমে আসে দেশটির কয়েকহাজার বিক্ষোভকারী। তাদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে জর্ডান সরকারকে।

বিবিসি জানায়, গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ।

এদিকে বাদশাহ আব্দুল্লাহ উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এর পরই নিরূপায় হয়ে জনগণের দাবির মুখে সোমবার (৪ জুন) পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী হানি মুলকি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!