• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান উঠছে কাল


শরীয়তপুর প্রতিনিধি জানুয়ারি ১৮, ২০১৮, ১১:১২ পিএম
পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান উঠছে কাল

পদ্মা সেতুর প্রথম স্প্যান

শরীয়তপুর: বহুল আলোচিত স্বপ্নের পদ্মা সেতুতে দ্বিতীয় স্প্যান উঠছে শুক্রবার (১৯ জানুয়ারি)। শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তে উঠছে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে স্টিলের অবকাঠামো এই স্প্যানটি।

দ্বিতীয় এই স্প্যানটি বসবে ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। এরকম ৪১টি স্প্যান জোড়া দিয়েই তৈরি হবে এই সেতু।

এরআগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের মধ্যে বসানো হয় পদ্মা সেতুর প্রথম স্প্যান। এর পাঁচ মাসের মধ্যে বসানো হচ্ছে দ্বিতীয় স্প্যান।

পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ইতিমধ্যে দ্বিতীয় স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) স্প্যানটি পিলারের ওপর বসানোর পরিকল্পনা রয়েছে। স্টিলের তৈরি স্প্যানটির ওজন প্রায় ২ হাজার ৮০০ টন। এটি শক্তিশালী ক্রেন দিয়ে মাওয়া প্রান্ত থেকে নিয়ে জাজিরার নাওডোবা প্রান্তের পিলারে বসানো হবে। প্রথম স্প্যানটিও জাজিরার নাওডোবা প্রান্তে বসানো হয়।

শফিকুল ইসলাম আরো জানান, ঘন কুয়াশার কারণে স্প্যান বসানোর কাজ কিছুটা ব্যাঘাত ঘটেছে। ১২টি স্প্যান প্রকল্প এলাকায় আছে। তৃতীয় স্প্যানটিও বসানোর মতো অবস্থায় আছে। এখন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।

বর্তমান সরকার চলতি বছরের ডিসেম্বরে পদ্মা সেতু চালু করার ঘোষণা দিয়েছে। তবে এখন পর্যন্ত অর্ধেক কাজ হয়েছে, ফলে নির্ধারিত সময়ে সেতুর কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যানটি বসানোর পর আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প এলাকা পরিদর্শনে যেতে পারেন বলে সেতু বিভাগ সূত্র জানিয়েছে। যদিও প্রথম স্প্যান বসানোর পরই প্রধানমন্ত্রীর যাওয়ার কথা ছিল। তবে ওই সময় জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়ার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করার কারণে তা হয়নি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!