• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর পাইপ বেন্ডিং মেশিন নষ্ট


মুন্সীগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ৫, ২০১৬, ০৪:৩৪ পিএম
পদ্মা সেতুর পাইপ বেন্ডিং মেশিন নষ্ট

মুন্সীগঞ্জ : জেলার লৌহজং উপজেলায় পদ্মা সেতু প্রকল্প এলাকায় পাইলের জন্য পাইপ তৈরির বেন্ডিং (পাইপ গোলাকৃতিকরণ) মেশিন নষ্ট হয়ে গেছে। পদ্মা সেতু পাইলিং-এর জন্য পাইপ তৈরি ও বেন্ডিং কাজে এই যন্ত্রটি ব্যবহার করা হত। তবে ইতিমধ্যে  ৬৫ ভাগ পাইলের জন্য বেন্ডিং পাইপ প্রস্তুত হয়েছে। এতে পাইপ বেন্ডিং কাজ বন্ধ থাকায় ওই বিভাগের অনেকে শ্রমিক বিদেশে চলে গেছে।

পদ্মাসেতু বহমুখী ব্যবস্থাপক দেওয়ান আব্দুল কাদের জানান, মেশিন তো নষ্ট হতেই পারে। ইতিমধ্যে পাইলিং-এর জন্য ৬৫ ভাগ বেন্ডিং পাইপ তৈরি আছে,  বাকি পাইপ শেষ হওয়ার আগে নতুন বেন্ডিং মেশিন মাওয়া প্রান্তে এসে বেন্ডিং কাজ শুরু করবে। নতুন পাইপ বেন্ডিং মেশিন চায়না থেকে পদ্মা সেতু প্রকল্প এলাকায় আনার জন্য অর্ডার দেয়া হয়েছে। এক মাসের মধ্যে তা পৌঁছাবে বাংলাদেশে।

বিদেশি শ্রমিক চলে যাবার ব্যাপারে তিনি জানান, ৪০০ শ্রমিক দরকার কিন্তু এক্ষেত্রে ৫০০ শ্রমিক থাকে। বাই রোটেশনে তারা ছুটি কাটায় ও তাদের দেশে বেড়াতে যায়। এটা তাদের চলমান ব্যাপার। আর এই শ্রমিক যাওয়া বা পাইপ বেন্ডিং মেশিন নষ্ট এতে করে পদ্মা সেতু প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হবে না।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!