• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের চুক্তি স্বাক্ষর


বিশেষ প্রতিনিধি আগস্ট ৮, ২০১৬, ০৬:৩৯ পিএম
পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের চুক্তি স্বাক্ষর

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার (৮ আগস্ট) বাংলাদেশ রেলওয়ে ও চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের মধ্যে এ চুক্তি সম্পাদিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন এবং নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষে ঝাং গুয়েকাই। এ সময় রেলপথ মন্ত্রী মুজিবুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চায়নার এম্বাসেডর মা মিংকিয়াং, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী পদ্মা সেতু চালুর প্রথম দিন থেকেই যাতে ট্রেন চলতে পারে, এ জন্য সংশ্লিষ্ট নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে অনুরোধ জানান। একইসঙ্গে মন্ত্রী সংশ্লিষ্ট প্রকল্পে সহায়তার জন্য চীন সরকারকে কৃতজ্ঞতা জানান।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!