• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘পদ্মাবত’ নিষিদ্ধে ২০০ নারী তলোয়ার নিয়ে বিক্ষোভ


বিনোদন ডেস্ক জানুয়ারি ২২, ২০১৮, ০৩:৫৬ পিএম
‘পদ্মাবত’ নিষিদ্ধে ২০০ নারী তলোয়ার নিয়ে বিক্ষোভ

ঢাকা: ‘পদ্মাবত’ সিনেমা নিষিদ্ধে হাতে তলোয়ার নিয়ে রাজস্থানে বিক্ষোভ করছেন ২০০ নারী। ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে বলিউডের আলোচিত সিনেমাটি। অনেক আগেই উগ্রবাদী গোষ্ঠী ঘোষণা দিয়ে রেখেছে, ছবিটি মুক্তি পেলে প্রেক্ষাগৃহ জ্বালিয়ে দেয়া হবে। এবার ছবিটি নিষিদ্ধ করতে ভারতের রাজস্থান রাজ্যের ২০০ নারী তলোয়ার নিয়ে বিক্ষোভ করেছেন।

রাজস্থানের চিতোরগড় শহরে রবিবার আত্মসম্মান শীর্ষক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেয়া নারীরা 'ছবিটি বন্ধ করতে, না হয় তাদের নিজেদের জীবন শেষ করতে অনুমতি চেয়ে স্মারকলিপিও জমা দিয়েছে।

রাণী পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজির কাহিনী নিয়ে ‘পদ্মাবত’ ছবিটি নির্মাণ করেছেন সঞ্জয় লীলা বানশালি। এতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহীদ কাপুর। 

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!