• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পবিত্র ঈদুল আজহা ২ সেপ্টেম্বর


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৩, ২০১৭, ০৬:৫২ পিএম
পবিত্র ঈদুল আজহা ২ সেপ্টেম্বর

ঢাকা: দেশের আকাশে জিলহাজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী ২ সেপ্টেম্বর সারাদেশ উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মিলনায়তনে আয়োজিত সভা শেষে এমন ঘোষণা দেয়া হয়।

এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানানো হয়েছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ১ সেপ্টেম্বর সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ অগাস্ট ফজর থেকে শুরু হয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত হজের যাবতীয় কার্যক্রম চলবে। সে অনুযায়ী সৌদি আরবে ১ সেপ্টেম্বর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!